Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কৃষ্ণপুর

এক নজরে কৃষ্ণপুর ইউনিয়ন এর পরিসংখ্যান তথ্য

কৃষ্ণপুর ইউনিয়ন এর আয়তনঃ ১১.২৮ বর্গ কিলোমিটার। মৌজা সংখ্যা ০৩ টি ও নাম: কৃষ্ণপুর ইউনিয়ন এর  গ্রামসমূহের নামের তালিকা (নামকরণ যদি জানা থাকে)

১। বীরগাঁও -৯৬৭০ জন, 

২। কৃষ্ণপুর - ৫৭২০ জন,

৩। খালিয়াবাইদ - ৩৯১৮ জন,

৪। চরগোহালবাড়ীয়া - ৪২০০ জন,

৫। ডোমনমারা - ৩৯৮০ জন,

৬। চরগোলমামুদ - ৫৮০ জন।

 মোট জনসংখ্যা - ২৮০৬৮,  পুরুষ - ১৪৩২২ জন। মহিলা - ১৩৭৪৬ জন।  মুসলিম: ২৭২৮৬জন, হিন্দু : ৭৮২ জন, বৌদ্ধ : ০ জন, খ্রিস্টান:-০ জন। নদ-নদীর সংখ্যা: ০১ টি, মোট কৃষি বা আবাদী জমি পরিমান: ১৯৫১ একর, এক ফসলি জমির পরিমান: ৩৯০ একর, দুই ফসলি জমির পরিমান: ৯৭৫ একর, তিন ফসলি জমি জমি পরিমান: ৫৮৬ একর, সেচের আওতায় জমির পরিমাণ: ১৯৫১ একর, অনাবাদি জমির পরিমাণ : ৮৩৬ একর, মহাবিদ্যালয়ের সংখ্যা নাই  নাম:, উ”চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৪ টি 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০৯ টি  নাম: সিনিয়র মাদ্রাসার সংখ্যা ০৩ টি  মাজার শরিফ : ০১ টি,

ভোটার সংখ্যা ১১, ৫০০ শত, জন। শিক্ষার হারঃ ৬৫%।

যোগাযোগঃ নরসিংদী জেলা শহর থেকে উনচল্লিœশ কিলোমিটার।

মনোহরদী উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার।

ইউনিয়ন এর পাকা রাসস্তা ৯০%, কাঁচা রাস্তা ১০%।

দর্শনীয় স্থান শাহ্ সূফী সুরুœজ আলী শাহ্ এর মাজার।