এক নজরে কৃষ্ণপুর ইউনিয়ন এর পরিসংখ্যান তথ্য
কৃষ্ণপুর ইউনিয়ন এর আয়তনঃ ১১.২৮ বর্গ কিলোমিটার। মৌজা সংখ্যা ০৩ টি ও নাম: কৃষ্ণপুর ইউনিয়ন এর গ্রামসমূহের নামের তালিকা (নামকরণ যদি জানা থাকে)
১। বীরগাঁও -৯৬৭০ জন,
২। কৃষ্ণপুর - ৫৭২০ জন,
৩। খালিয়াবাইদ - ৩৯১৮ জন,
৪। চরগোহালবাড়ীয়া - ৪২০০ জন,
৫। ডোমনমারা - ৩৯৮০ জন,
৬। চরগোলমামুদ - ৫৮০ জন।
মোট জনসংখ্যা - ২৮০৬৮, পুরুষ - ১৪৩২২ জন। মহিলা - ১৩৭৪৬ জন। মুসলিম: ২৭২৮৬জন, হিন্দু : ৭৮২ জন, বৌদ্ধ : ০ জন, খ্রিস্টান:-০ জন। নদ-নদীর সংখ্যা: ০১ টি, মোট কৃষি বা আবাদী জমি পরিমান: ১৯৫১ একর, এক ফসলি জমির পরিমান: ৩৯০ একর, দুই ফসলি জমির পরিমান: ৯৭৫ একর, তিন ফসলি জমি জমি পরিমান: ৫৮৬ একর, সেচের আওতায় জমির পরিমাণ: ১৯৫১ একর, অনাবাদি জমির পরিমাণ : ৮৩৬ একর, মহাবিদ্যালয়ের সংখ্যা নাই নাম:, উ”চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৪ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ০৯ টি নাম: সিনিয়র মাদ্রাসার সংখ্যা ০৩ টি মাজার শরিফ : ০১ টি,
ভোটার সংখ্যা ১১, ৫০০ শত, জন। শিক্ষার হারঃ ৬৫%।
যোগাযোগঃ নরসিংদী জেলা শহর থেকে উনচল্লিœশ কিলোমিটার।
মনোহরদী উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার।
ইউনিয়ন এর পাকা রাসস্তা ৯০%, কাঁচা রাস্তা ১০%।
দর্শনীয় স্থান শাহ্ সূফী সুরুœজ আলী শাহ্ এর মাজার।